Description
পৃথিবীতে অনেক কিছু নিয়ে কথা বলার লােক আছে। কিন্তু চীনের ভাগ্যাহত মুসলিমদের পক্ষে বলার মতাে কেউ নেই। সুসমৃদ্ধ ইতিহাসের অধিকারী একটা জাতি এভাবে তিলে তিলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এ নিয়ে খােদ মুসলমানদেরও মাথাব্যথা নেই। খেয়েদেয়ে পরিবার নিয়ে জানে টিকে থাকতে পারাকেই জীবন মনে করা হয়। মাথাব্যথা হবে তখন যখন নিজেরা আক্রান্ত হব। কিন্তু তখন আমাদের নিয়ে ভাববার অন্য কেউ থাকবে না। এভাবে পরস্পর বিচ্ছিন্ন হতে হতে আজ আমরা ভেড়ার পালে পরিণত হয়েছি।
–
এই উপাখ্যানে আমি চেয়েছি নিরীহ উইঘুরদের দুর্দশার কথা তুলে ধরতে, যারা একুশ শতকের এই কথিত সভ্যতার যুগেও ইতিহাসের নিকৃষ্টতম নিগ্রহের শিকার। এমন কিছু বিবরণ তুলে ধরতে চেয়েছি, যাতে আমাদের রক্তশীতল যুবকেরা একটু হলেও ভাবে তাদের মায়ের বয়সি মহিলাদের সাথে জিনজিয়াংয়ের বন্দিশিবিরগুলােতে যে বীভৎসতা চলছে, এখনই সতর্ক না হলে সেটা নিজেদের বেলায় ঘটতে পারে যে-কোনাে সময়।
–
নিজের প্রথম বই প্রকাশের যে আনন্দ, উইঘুর শিশুদের মলিন মুখগুলাের কথা মনে পড়লে মুহূর্তেই তা উবে যায়। আক্ষরিক অর্থেই আনন্দের ব্যাপার হতাে যদি আমি একটি জাতির উত্থান ও উৎকর্ষের কাহিনি লিখতে পারতাম। কিন্তু আমাকে লিখতে হয়েছে একটি জাতির পতন ও অধঃপতনের খতিয়ান, জালিমের নির্মমতা থেকে বাঁচতে যারা এখন আজরাইলের পথ চেয়ে বসে আছে।
–
উইঘুরদের মাতৃভূমি জিনজিয়াংয়ে চীনের প্রচণ্ডরকম কড়াকড়ির কারণে সেখানে কোনাে সংবাদমাধ্যমের উপস্থিতি নেই। ফলে সেখানে কী সব ঘটনা ঘটে চলেছে সে ব্যাপারে বিশদ বিবরণ বা তথ্যপ্রমাণ কমই পাওয়া যায়। তারপরও ইঙ্গমার্কিন সহায়তায় তাদের মদদপুষ্ট সংবাদমাধ্যমণ্ডলাে উইঘুরদের বিষয়ে মাঝেমধ্যে সংবাদ প্রচার করে। স্যাটেলাইট থেকে নতুন অনেক বন্দিশিবিরের ফুটেজ পাওয়া যায়। বিশেষ করে যারা কোনােভাবে জিনজিয়াংয়ের নরক থেকে পালিয়ে আসতে পেরেছে তাদের সাক্ষাৎকার থেকে মৌলিক তথ্যগুলাে পাওয়া যায়।
–
মূলত চীন থেকে পালিয়ে আসা এমন দুজন নারীর কাহিনিকে উপজীব্য করে আমাদের এই উপাখ্যান। এদের একজন হচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মিহিরগুল তুরসুন, অপরজন লন্ডনের বাসিন্দা রেইলা আবু লাইতি। বইয়ের পরিশিষ্টে জিনজিয়াংয়ের মৌলিক একটি বিবরণ এবং মিহিরগুল তুরসুনের সংক্ষিপ্ত পরিচয় যুক্ত করা হয়েছে।
বই : উইঘুরের মেয়ে
লেখক : শাহ মুহাম্মদ খালিদ
পেজ সংখ্যা : ১৯২
মুদ্রিত মূল্য : ২৬০ টাকা
ছাড়কৃত মূল্য

29
People Reached
1
Engagement
Boost Unavailable
1
Reviews
There are no reviews yet.